নিজস্ব প্রতিবেদক, চৌগাছা
যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানকে আট মাসের কারাদণ্ড ও বাদীর সাত লাখ টাকা ফেরতের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আইরিন সুলতানা এ আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, আব্দুল মান্নান ২০২৩ সালের ২২ অক্টোবর জমি বিক্রির বায়না সূত্রে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের সামছুল আলমের কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি বিক্রি না করে বায়নার টাকা ফেরতের জন্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সামছুল আলমকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত লাখ টাকার চেক নং ১৬৬৯৫৫১ এবং হিসাব নং ০২১১১৩১০০০০০১৪৮ প্রদান করেন।
সামছুল আলম চেকটি নগদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জানুয়ারি ব্যাংকে জমা দিলে হিসাবটি বন্ধ হয়ে যাওয়ায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে টাকা আদায়ে সামছুল আলম আব্দুল মান্নানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। মামলা চলাকালীন আব্দুল মান্নান মামলাটি স্থগিতের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
একপর্যায়ে আদালত আব্দুল মান্নানের রিট পিটিশনটি খারিজ করে দিলে যশোরের আদালতে আবারো মামলাটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ৭ অক্টোবর মঙ্গলবার যশোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন সুলতানা আসামি আব্দুল মান্নানকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাদী সামছুল আলমের সাত লাখ টাকা ফেরতের আদেশ দেন।
এ সময় আসামি আব্দুল মান্নান আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা সুমন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম খোকন এবং অ্যাডভোকেট মৌলুদা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।