বাংলার ভোর প্রতিবেদক
আজ (বৃহস্পতিবার) বিকেলে চৌগাছা বাজারের ছুটিপুর বাস স্ট্যান্ডে শান্তি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি ইজি বাইক তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে সুনীল বিশ্বাস জানিয়েছেন, তার পিতা শান্তি বিশ্বাস আজ বিকেল সাড়ে চারটার দিকে চৌগাছা বাজারের ছুটিপুর বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।