চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রামকৃষ্ণপুর স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক রহিদুল ইসলাম খান।
অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা আজিজুর রহমান, মাও. হাবিবুর রহমান জালাল, মাস্টার শাহিন আলম, সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ৫ তারিখে ছাত্র জনতার রক্ত মাড়িয়ে যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। সেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মীও বেঁচে থাকতে এই স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবেনা। একই সাথে ২৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোরের সমাবেশ সফল করতে সর্বাত্মক চেষ্টা চালানোর আহবান করেন তারা।

Share.
Exit mobile version