চৌগাছা সংবাদদাতা
থেমে নেই যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের সড়কের ট্রাফিক পুলিশের দায়িত্ব। গত দু’দিন যাবত যানজট নিরসনে সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে।
সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। এ সময় শিক্ষার্থীরা যে সব মোটরসাইকেল চালকদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং আইন মেনে চলার আহ্বান করছেন।
চৌগাছা বাজার ছাড়াও বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
যানযট নিরসনের এ কাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার আল-ইমরান, পারভেজ হোসেন, তাসলিমা আক্তার, স্বপ্ননীল, রাশেদুল ইসলাম, রিতম, নাইম রেজা নয়ন, তপু আহমেদ, বাছিন আহমেদ, সারজান শরীফ, আজিমুর রহমান সোহান, আশিকুল ইসলাম মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।