চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় শহরের ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে তিন অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। পৌর যুবদলের নেতা সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম তুহিন ও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক আজমীর হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি, তরিকুল ইসলাম পৌর কলেজ ছাত্রদলের সভাপতি রয়েল হক, সাধারণ সম্পাদক ইবনে খালিদ এবং এবিসিডি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম রিফাতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
