চৌগাছা সংবাদদাতা

চৌগাছা উপজেলায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিরাপদে বিদেশ গমনের প্রক্রিয়া, মানব পাচার প্রতিরোধে করণীয়সহ মানব পাচারের শিকার সারভাইভারদের সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশিক্ষক দিপঙ্কর মন্ডল এবং মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব কর্তব্যসহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version