চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বিপদী রানী ওরফে সুন্দরী (৬০) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। সোমবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়।
মৃত সুন্দরী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাগপাড়ার বশি বাগের মেয়ে।
স্থানীয়রা জানান, সুন্দরী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজে নিয়ে যায়। ঝাড়ফুঁক শেষে তাকে বাড়িতে এনে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
যশোরে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।