চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতে ইসলামীর দেড় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে বাড়ীয়ালী-দশপাখিয়াসহ ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়।
স্থানীয়দের কাছে উপজেলার অন্যতম খারাপ রাস্তা হিসেবে পরিচিত এই রাস্তাটি দিয়ে বাড়ীয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন তথ্য অফিসসহ ১০টি গ্রামের বাসিন্দারা নিয়মিত চলাচল করেন। রাস্তাটি সংস্কার হওয়ায় এই এলাকার মানুষজন ব্যাপকভাবে উপকৃত হবেন।
জানা গেছে এদিন ভোর ছয়টা থেকে বিরতিহীনভাবে সকাল দশটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের এই কাজ চলে। বাড়ীয়ালী ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হারুন অর রশিদ মন্টুর নেতৃত্বে প্রায় দেড়শতাধিক স্বেচ্ছাসেবী এই সংস্কার কাজে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইখতার আলী, যুব জামাতের সভাপতি আশিকুর রহমান শাওন, যুব জামাতের সেক্রেটারি আবুহুরাইরা, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজুর রহমান, হাবিবুর রহমান, দ্বীন মোহাম্মদ, মীজানুর রহমান, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও রকিবুর ইসলাম প্রমুখ।
এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য ছিল। জামায়াতে ইসলামীর এই উদ্যোগের ফলে স্থানীয়দের কষ্ট লাঘব হবে।
