চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা পৌরসভার বড়বাজার এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটে এক রাতে ছয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাতটার দিকে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে দোকান তালাবদ্ধ করে তারা বাসায় চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান ক্যাশবাক্স ভাঙা এবং তার ভিতরে থাকা টাকা নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে গামছা বাঁধা অবস্থায় চোরেরা প্লাজার ভেতরে প্রবেশ করে শুধুমাত্র ক্যাশবাক্সের টাকা নিয়েই বের হয়ে যায়।

চুরি হওয়া ছয়টি দোকানের মধ্যে রয়েছে লক্ষি কসমেটিক্স, সাজঘর বিউটি পার্লার, লেবার্টি বাজার, টপ সপ কসমেটিক্স, নুরজাহান বার্মিজ ও মাধব স্টোর। এ দোকানগুলো থেকে আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, ফজরের নামাজের পর নাইট গার্ড দায়িত্ব শেষ করে বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে ওই সময়ের সুযোগেই চোরচক্র ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version