চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরির একাদশ কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় লাইব্রেরি প্রাঙ্গনে স্থায়ী মঞ্চে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে লাইব্রেরির নির্বাচন কমিশনের প্রধান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহ-অধ্যাপক আতিকুর রহমান শপথবাক্য পাঠ করান।
এ সময় অন্যান্যের মধ্যে চৌগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম আযাদ, নির্বাচন কমিশনের সদস্য চৌগাছা সরকারি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হামিদ কেনেডি ও সহ-অধ্যাপক কামরুজ্জামান, পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সহ-অধ্যাপক আবুল কালাম আজাদ, লাইব্রেরির জেষ্ঠ সদস্য যশোর জেলা বাসদের সমন্বয়ক শাহাজান আলী, নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, অর্থ-সম্পাদক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌগাছা পাবলিক লাইব্রেরির একাদশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট তজিবর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, অর্থ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান টিটো, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন শামীম আক্তার লিখন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক জাফর ইকবাল লিটন। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন প্রভাষক অমেদুল ইসলাম, নাসরিন সুলতানা, আলমগীর আলম, মনিরুজ্জামান, আজম আশরাফুল, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন ও মোঃ রনি মিয়া।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version