চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা সংগঠনের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে এ ঘোষণা দেন তারা।

প্রথমে বেলা ১১টার দিকে উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল নাঈম নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে পদত্যাগপত্র করেন। এক ঘণ্টা পর সংগঠনের আরেক নেতা, উপজেলা কমিটির সংগঠক তসলিম মিয়া একইভাবে নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।

জান্নাতুল নাঈম তার পদত্যাগপত্রে বলেন, “আমি কখনোই জুলাইকে বিক্রি করবো না, প্রশ্নবিদ্ধ করবো না কিংবা ধ্বংস হতে দেবো না।” তিনি জানান, বর্তমানে সময় ও সম্পূর্ণ মনোযোগ রাজনীতিকে দেয়ার সামর্থ্য তার নেই। তিনি সংগঠনের উপজেলা যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং সুবিধাবাদী রাজনীতিতে থাকবেন না।

অন্যদিকে তসলিম মিয়া তার পদত্যাগপত্রে লেখেন, “রাজনীতি মানেই নিজের ভাইয়ের সাথে নিজের লড়াই, বন্ধুর বিরুদ্ধে বন্ধু। এই লড়াইয়ে থাকার ইচ্ছে বা সামর্থ্য আমার নেই।” তিনি কেবল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় বরং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।

চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Exit mobile version