চৌগাছা সংবাদদাতা
‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় উদ্বোধন করা হয়েছে সেবামূলক উদ্যোগ ‘মানবতার দেয়াল’। অপ্রয়োজনীয় বস্ত্র বা ব্যবহারযোগ্য সামগ্রি এখানে ঝুলিয়ে রেখে যে কেউ প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারবেন। মানবিকতা ছড়িয়ে দিতে এবং সমাজে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ।
শনিবার বিকেলে প্রেসক্লাব চৌগাছা মোড়ে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তানজিল উদ্দীন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিরব, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মজিবুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তানজিল উদ্দীন বলেন, “মানবতার দেয়াল শুধু একটি উদ্যোগ নয়, এটি মানবিকতার একটি স্থায়ী বার্তা। আমাদের প্রত্যেকের ঘরেই অনেক অপ্রয়োজনীয় সামগ্রি থাকে, যা অন্য কারও জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। এই দেয়ালের মাধ্যমে আমরা চাই সমাজে ভাগাভাগি ও সহমর্মিতার সংস্কৃতি আরও বিস্তৃত হোক। চৌগাছার মানুষ সবসময় মানবিক কাজে এগিয়ে এসেছে, এই উদ্যোগেও সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাই।”
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানবতার দেয়াল সবসময় খোলা থাকবে। যে কেউ তাদের ব্যবহারযোগ্য কিন্তু অপ্রয়োজনীয় কাপড় ও অন্যান্য সামগ্রি এখানে রেখে যেতে পারবেন, আর যার প্রয়োজন তিনি নির্দ্বিধায় নিতে পারবেন।
