চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩ টি পদে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়।
নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা মনোনীত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এম আমিনুর রহমান, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল। নির্বাহী সদস্যরা হলেন বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, মেহেদী হাসান শিপলু।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল ও প্রধান শিক্ষক শাহীন মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন, এসআই জাফর, পল্লবী ক্লিনিকের পরিচালক মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version