বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদ কবির হোসেন পলাশের দ্বাদশ হত্যাবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা ছাত্রদলের আয়োজন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তিনি যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। এদিকে কবির হোসেন পলাশের পারিবারিক আয়োজনে বাদ জোহর শহরের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজ করানোহয়।

উল্লেখ্য, ২০১৩ সালে যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন কবির হোসেন পলাশ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version