বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মুজিব আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট উপায়ে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মের কিউআর কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের নির্দেশনায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিতরণ করে যাচ্ছেন। ছাত্রলীগের এসব কার্যক্রমকে সময়োপোযোগী বলে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকরা।
জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন, নীতি-আদর্শ, কর্ম ও নেতৃত্ব; সকল গুণাবলীর মধ্যেই আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সকল উপাদান নিহিত রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট মাধ্যমে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মটি সৃষ্টি করা হয়েছে। আরেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বলেন, ‘প্রজন্মের স্বপ্নের আঁতুরঘর, তারুণ্যের ভালোবাসা আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল সারথি যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা, স্কুল শিক্ষার্থীদের মাঝে ‘স্মার্ট মুজিবিজম’ এর কিউ আর কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করেছি। বাড়িতে গিয়ে বাবা/মায়ের স্মার্টফোনে কিউ আর কোডটি স্ক্যান করে একজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির পিডিএফ পড়া অথবা অডিওবুক শোনার মাধ্যমে মুজিব আদর্শ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন, জাহিদ হাসান, রিয়াজ উদ্দীন রেজা, আশিকুর রহমান, আলভী কবির, নাইম হাসান, তানভীর হাসান খালিদ, সানজিদ হাসান অনিক, অর্ঘ্য ইসলাম দ্বীপ, জাবের বিশ্বাস, গালীব হোসেন।