কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী ও সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ নাছির উদ্দীন দীর্ঘদিন প্রতিষ্ঠানে ছুটি ছাড়াই অনুপস্থিত থেকে তাদের বেতন ভাতা উত্তোলন করছেন। তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকায় তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত রোববার সকালে সরেজমিনে গিয়ে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। এ সময়ে তার অফিস কক্ষটি খোলা থাকলেও চেয়ারটি ছিলো ফাঁকা। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বলেন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে দেখা যায়নি। তাঁর সহকারীরা বলেন তার কোনো ছুটির আবেদন পত্রও আমরা পাইনি।
এদিকে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীনও মাদ্রাসায় তিনি অনুপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরে। তার সহকারীরা বলেন গত ৫ আগস্টের পরে মাদ্রাসার অধ্যক্ষকে আর মাদ্রাসায় আসতে দেখা যায়নি।
এই দুই শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে তাদের সহকারীরা জানান। তবে ইতিমধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের বেতন ভাতা উত্তোলন করেছেন বলেও তারা জানিয়েছেন। এমনকি তারা কোনো ছুটির আবেদন পত্রও দেননি।
এ বিষয়ে দুই প্রধানের বক্তব্য নিতে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকার কারণে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ নাছির উদ্দীনকে ইতিমধ্যে কেশবপর বাজারে বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে দেখেছেন বলে বলে অনেকে জানিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version