মাগুরা সংবাদদাতা
শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় মাগুরা জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে কালেক্টরেট চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন এনজিও প্রতিনিধি আব্দুল হালিম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম. আর. খান, এবং ডা. কাজী তাসিকুর রহমান।

Share.
Exit mobile version