বাংলার ভোর প্রতিবেদক
আগামী ১৮ মে শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকা ওসমানি মিলনায়তনে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে নির্মূল কমিটির যশোর জেলা কমিটি ও শহর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ভোর পত্রিকার ুপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজেদ রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাহবুব আলম লাবলু, রওশন আরা রাসু, প্রণব দাস, নওরোজ আলম খান চপল, তপু খন্দকার, ইমতিয়াজ আহমেদ মুন, আনিসুর রহমান প্রমুখ।