বাংলার খেলা প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৪৪ রান।

আজ (শনিবার) শামস্-উল-হুদা স্টেডিয়ামে টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের ফিফটি সত্ত্বেও ২৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে। সিয়াম একাই দলের ৫৮ শতাংশ রান করেন। এর বাইরে রেদওয়ানুল ও সানোয়ার হোসেন রনি ১৩ রান করে সংগ্রহ করেন। ৪৪ বলে ফিফটি করা সিয়াম শেষ পর্যন্ত করেন ৫৯ রান করেন। ৫৫ বলের ইনিংসে মারেন ৮টি চার ও একটি ছয়ের মার। বল কালেক্টরেট স্কুলের আসিফ মাহমুদ ১৭ ও আসিব জামান ৩৪ রানে ৪টি করে উইকেট দখল করেন। এছাড়া ডানহাতি পেসার সাদমান খান ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় কালেক্টরেট স্কুলের দলীয় ইনিংস। ব্যাট হাতে দলের কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। নওশের রহমান সর্বোচ্চ ৯ রান করেন। বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের মাহমুদ হাসান জিহাদ ৭ ওভার ৩ বলে ১টি মেডেনসহ ১৮ রানে ৫টি, সানোয়ার হোসেন রনি ৪ ও রেদওয়ান-উল-ইসলাম ১টি উইকেট দখল করে।

খেলা শেষে প্রধান অতিথি প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য খায়রুজ্জামান বাবু। ইউসুফ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version