বাংলার ভোর প্রতিবেদক
জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী।

জেল খেটেছেন কিন্তু কোন প্রলোভন তাকে জাসদের রাজনীতি থেকে বিচ্যুত ঘটাতে পারেনি। নির্লোভ ও সাদা মনের অধিকারী এই মানুষটি সব সময় যুক্ত ছিলেন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে।

দীর্ঘ ৬০ বছর রাজনীতির সাথে যুক্ত থেকে মানব মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। ছিলেন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার শোকসভায় এসব কথা বলেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।

শনিবার বেলা ১১টায় জেলা জাসদের উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যডভোকেট রবিউল আলম।

শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জাসদের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মোহাম্মদ আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, ছাত্রলীগের জেলা সভাপতি তাজুল ইসলাম, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, ডক্টর অহেদুল ইসলাম, প্রয়াত অশোক কুমার রায়ের কন্যা অরন্য দ্যুতি রায় প্রমুখ।

Share.
Exit mobile version