জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসাদাহ বকুন্ডিয়া গ্রামের চঞ্চল মন্ডল (৩২) দীর্ঘদিন যাবত হাসদাহ বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ঝাঁটা, টোপরসহ সাংসারিক আসবাবপত্র বিক্রি করতেন। শনিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে বাজারের লোকজন দোকানে আকস্মিক আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত দোকানদার চঞ্চল মন্ডল জানান, ‘তিল তিল করে গড়া জীবনের সম্বল দোকান ঘরটি পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।’ সংসারের সকল আসবাবপত্রের দোকান ছিল আমার। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জীবননগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তারা জানান, আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ে আরও তদন্ত চলছে।
