জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে বাজারে লিজা স্টোর নামের একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৫ টার দিকে ৪ জন সংবদ্ধ চোর দোকানের তালা ভাঙ্গতে শুরু করে। এরপর একজন দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে সব টাকা ও দামি সিগারেট ব্যাগে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

বুধবার সকালে দোকানে এসে দেখি শার্টারের তালা ভাঙ্গা ও ভিতরের মালামাল সব এলোমেলো। নগদ দেড় লক্ষাধিক টাকা, ক্যাশবাক্স থেকে কিছু খুচরা টাকা ও দামি সিগারেট চুরি হয়ে গেছে। নগদ দেড় লক্ষাধিক টাকা ও আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান। এই বিষয়ে জীবননগর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

একই রাতে পার্শ্ববর্তী রানা ট্রেডার্স নামের একটি কীটনাশক ব্যবসায়ীর দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে চোরেরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, উথলী বাসস্ট্যান্ড বাজারে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। এখনে ৩ জন নাইটগার্ড রাখা আছে।

সারারাত ডিউটি করে ভোরের দিকে তারা ঘুমিয়ে যায়। চোর চক্রের সদস্যরা এই সুযোগ কাজে লাগিয়ে ভোরের দিকে এই কাজ করেছে। চুরির ঘটনায় আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

Share.
Exit mobile version