জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে জানালার রড ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা হাসপাতালের অফিস কক্ষে থাকা আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলার দুইটি অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (২৯ ডিসেম্বর) অফিস শেষ করে অফিস কক্ষ তালা বদ্ধ করে যাওয়ার পর সকালে অফিস খুলে দেখি জালানোর রড ভাঙ্গা। পরে ঘরে ঢুকে দেখা যায় আমার অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙ্গা।
সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। অফিসে কোন নগদ টাকা ছিল না তবে প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নৈশপ্রহরী বিদ্যুৎ জানান, আমি রাত একটা পর্যন্ত জেগেছিলাম পরবর্তীতে প্রচণ্ড শীতের কারণ একটি অসুস্থ হয়ে পড়ি। এরপর কোন এক সময় আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালে জানতে পারলাম চুরি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, আমি অফিসের কাজে একটু জীবননগরের বাইরে আছি তবে হাসপাতাল কর্মকর্তাদের মাধ্যমে সকালে চুরির ঘটনা জেনেছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
