Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’

যশোরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

# বেনাপোলে আব্দুল্লার কবর জিয়ারত
# যশোর জেনারেল হাসপাতাল ও চৌগাছা মডেল হাসপাতাল পরিদর্শন
যশোরে কর্মব্যস্ত দিন পার করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। বৃহস্পতিবার বিকালে যশোর সার্কিট হাউসে জুলাই বিপ্লবে আহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি যশোর জেনারেল হাসপাতাল ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান ডা. আবু জাফর। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যশোরের বেনাপোলে আব্দুল্লাহর বাড়ি যান তিনি।

যশোর সিভিল সার্জন অফিস আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না। কেবল অবহেলা না, কোনো রকম হয়রানির খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অধিদফতর তাৎক্ষণিক ব্যবস্থা প্রহণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, ‘শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে এদেশের মানুষ। দেশের মানুষের মুক্তির জন্য শ’ শ’ শিক্ষার্থী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী হাত, পা, চোখ হারিয়েছে। হাসপাতালে দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখা যায় না। তারপরও তারা হাসিমুখে কথা বলছে। এ সকল যুবকের অনেক আক্ষেপ রয়েছে। তাদের সেসব আক্ষেপ মেটাতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের ব্যাপারে দরদি হতে হবে। হাসিমুখে সেবা দিতে হবে। এসব আহতরা যাতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি কিংবা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি দিতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যশোর মেডিক্যাল কলেজের সাথে হাসপাতাল করার দীর্ঘদিনের দাবি এখানকার মানুষের। এ হাসপাতালের বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। এ প্রকল্প বর্তমানে কেবিনেটে ওঠার অপেক্ষায় রয়েছে। কেবিনেটে পাস হলেই কাজ শুরু হবে। যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা পর্যন্ত লিফট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুর্শিদ, সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান, ২৫০ শয্যা হাসপাতালে তত্বাবধায়ক হারুন-আর-রশিদ। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ আগে তিনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। একই সাথে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে চিকিৎসার খোঁজ খবর নেন।

এদিকে, রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যশোরের শার্শার আব্দুল্লাহর বাড়িতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়ায় বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নেন, কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক।

চৌগাছা প্রতিনিধি মিরোনুর রহমান জানান, দুপুরে যশোরের চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। এ সময় তিনি বলেন, চৌগাছা হাসপাতাল সারাদেশের মডেল। এটাকে ধরে রাখতে হবে। ১৭ বার পুরস্কারপ্রাপ্ত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ১০০ শয্যার কার্যক্রম চালু করা হবে।
তিনি জানান, শনিবার থেকে শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ ও দন্ত চিকিৎসক ইয়াসিন আরাফাত চৌগাছা হাসপাতলে রোগী দেখবেন বলে তিনি জানান।

এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, স্বাস্থ্য পরিচালক খুলনা বিভাগ ডা. মো. মনজুরুল মুরশিদ, যশোরের সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান, উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পাভীন, ডা. শাইদুর রহমান ইমন ও জুলকার ইসলাম প্রমুখ।

জুলাই বিপ্লব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.