বাংলার ভোর প্রতিবেদক
জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় কিশোরী ফুটবল প্রতিযোগিতার যশোর ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা অনুষ্ঠিত প্রতিযোগিতার রানার্সআপ হয়েছে নড়াইল জেলা। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে মাগুরা ৭-০ গোলে জয় পেয়ে ভেন্যুর চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।
এদিনের ম্যাচেও হ্যাট্রিক করেছেন জয়ী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিয়া। সেরা খেলোয়াড় তাকেই নির্বাচিত করে পুরস্কার প্রদান করে নাইনটি এফসির কর্মকর্তারা।
প্রথমার্ধেই মাগুরার কিশোরীরা ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। আর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে তারা করেন একটি গোল। তবে তাদের প্রতিপক্ষ নড়াইলের কিশোরীরা দু’টি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন।
প্রথম গোলের সূচনা করেন তানিয়া খাতুন ১১ মিনিটে। এরপর এ খেলোয়াড় ১৪, ২৩ ও ৪৪ মিনিটে আরও তিনটি গোল করেন। নিজের হ্যাট্রিকও পূর্ণ করে এ কিশোরী। প্রেমা রাণী ২৮, মিশু রাণী ৩০ ও ৩৩ মিনিটে করেন দু’টি গোল।
এই ভেন্যুতে মাগুরার কিশোরীরা তিনটি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২৪টি। এ পরিসংখ্যানই বলে দেয় তারা এবার মূল শিরোপার অন্যতম দাবিদার। এমনই আশা করছেন দলটির কর্মকর্তারা।
ভেন্যুর ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে হয়ে আসছে নারী অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচি। সেই ধারাবাহিকতায় দেশের ৬ ভেন্যুতে দশম আসরের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। ৬ অঞ্চলের চ্যাম্পিয়ন, সেরা একটি রানার্সআপ ও চূড়ান্ত পর্বের আয়োজকদের নিয়ে হবে শিরোপা নির্ধারণী পর্ব।