বাংলার খেলা প্রতিবেদক

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার যশোর ভেন্যুর উদ্বোধনী ম্যাচে খুলনাকে গোল বন্যায় ভাসিয়েছে মাগুরা জেলা। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে খুলনার জালে ৭টি গোল দেয় মাগুরা। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াকওভার পেয়েছে নড়াইল। সাতক্ষীরা না আসায় তারা ওয়াকওভার পায়। আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক যশোরের মুখোমুখি হবে মাগুরা।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় খুলনার ডি-বক্সের ভিতরে বল ছিল। তবে খুলনার গোলরক্ষকের কল্যাণে মাগুরার গোল পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। ২৮ মিনিটে প্রথম গোলটি করেন প্রেমা রানী মন্ডল। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় মাগুরার তানিয়া খাতুন। তিনি ৩৮ মিনিটে আরও একটি গোল করে। এছাড়া গোল করেছে মিশু রানী ৩০ ও ৪৭ মিনিটে। ৫০ মিনিটে ফারজানা গোল করে দলের পক্ষে হাফ ডজন গোল পূর্ণ করেন। ৬৪ মিনিটে খুলনার কিশোরী চিতী রায় মুন্নি নিজেদের জালে বল জড়িয়ে বসেন। ফলে মাগুরা জয় পায় ৭-০ গোলের বড় ব্যবধানে।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন ও মোস্তাফিজুর রহমান মুন্না। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে হয়ে আসছে নারী অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচি। সেই ধারাবাহিকতায় দেশের ৬ ভেন্যুতে দশম আসরের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। ৬ অঞ্চলের চ্যাম্পিয়ন, সেরা একটি রানার্সআপ ও চূড়ান্ত পর্বের আয়োজকদের নিয়ে হবে শিরোপা নির্ধারণী পর্ব।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version