ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার গভীর রাতে মালোপাড়ার সুজন কুমারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন কুমারের ছোট শিশু গ্যাস লাইট নিয়ে খেলছিল। অসাবধানতাবশত লাইট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতরে থাকা দুটি মোটরসাইকেলের পেট্রোল থেকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

প্রতিবেশী সুজয় কুমার বলেন, হঠাৎ আগুনের শিখা দেখা দিলে সবাই চিৎকার শুরু করে। এরপর আমরা আশপাশের লোকজন মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুই বাঁচানো সম্ভব হয়নি।

এসময় বাড়িতে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও আগুনে পুড়ে গেছে সমস্ত আসবাবপত্র, পোশাক ও মূল্যবান সামগ্রি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সুজন কুমার জানান, আমার ভাই মিঠুনকে নিয়ে রাশিয়া পাঠানোর জন্য বিমানবন্দরের পথে ছিলাম, তখনই ফোনে জানতে পারি বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখি কিছুই অবশিষ্ট নেই।

আগুনে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version