নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
পূর্ব ঘোষণা ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌর সদরের সোনালী ও অগ্রণী ব্যাংকের প্রধান শাখা দুটি বন্ধ রাখায় সেবা গ্রহিতারা চরম ভোগান্তিতে পড়ছেন। সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাংকের শাখা দু’টি বন্ধ থাকায় বিপুল সংখ্যক পড়েন বিপাকে।
জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনী প্রশিক্ষণের কারণে তারা এ ব্যাংক দুটি বন্ধ রেখেছেন এবং আজ সোমবারও (৬ মে) বন্ধ রাখা হবে।
আগামী ২১ মে ঝিকরগাছায় উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদেরকে ৫ এবং ৬ মে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এজন্য পূর্ব ঘোষণা ছাড়াই রোববার (৫ মে) সোনালী এবং অগ্রণী ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রেখে প্রশিক্ষণে গেছেন সকল কর্মকর্তা কর্মচারীরা। এতে করে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটির পরে রবিবার ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা ৪ দিন লেনদেন করতে পারবেন না গ্রাহকবৃন্দ।
রোববার সকালে সরেজমিনে ব্যাংক দুটিতে দেখা যায়, ব্যাংকের মেইন গেট বন্ধ রয়েছে। তবে ব্যাংক দুটিতে নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী রোববার (৫ মে) ও সোমবার (৬ মে) অত্র শাখা বন্ধ থাকবে।’ সোনালী ব্যাংকের সামনেও একই রকম নোটিশ টাঙানো হয়েছে।
ব্যাংকে টাকা তুলতে আসা গ্রাহক ইসমাইল হোসেন জানান, পূর্ব নোটিশ ছাড়াই দুইদিন সাপ্তাহিক ছুটির পরে রোববার ব্যাংক বন্ধ থাকা দুঃখজনক। দূর দূরান্ত থেকে এখানে অনেক বয়স্ক নারী পুরুষ এসেছিলেন ভাতার টাকা তুলতে। তারাও ফিরে গেলেন। এ ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের ডিউটির কারণে দু’দিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে এক ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অতিরিক্ত লোকবলের জন্য বলা হয়েছিল। ব্যাংক দুটি কেন দুদিন বন্ধ ঘোষণা করল সেটা আমি বলতে পারব না।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল জানান, নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংকে অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিল না, ব্যবস্থা গ্রহণ করা হবে।