প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার অধিকাংশ ইটভাটার বৈধ ছাড়পত্র নেই। অবৈধ ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।
ঝিকরগাছা উপজেলায় প্রায় ২০ ইটের ভাটা রয়েছে। যার অধিকাংশরই বৈধ পরিবেশ ছাড়পত্র নেই।
নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা রাণী ব্রিকস ইটভাটা গতবছর বন্ধ করে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইটভাটা মালিক জানান, সরকার প্রতিবছর বৈধ অবৈধ প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা ভ্যাট আদায় করে থাকে। এ জন্য অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না।
ঝিকরগাছা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আশিংড়ি গ্রামে স্কুলের গায়ে একটি ইটভাটা ছিল, তা সরকার বন্ধ করে দিয়েছে। এই উপজেলার প্রায় ২০ ইটভাটার কোনোটিরই পরিপূর্ণ বৈধ কাগজপত্র নেই। জেলা প্রশাসনের সাথে বৈধ কাগজপত্রের ব্যাপারে যোগাযোগ অব্যাহত রয়েছে।
গতকাল দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শক্রমে পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প