নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
গতকাল দুপুরে যশোরের ঝিকরগাছায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসির মালিক এবং এক চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ডাক্তারের স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, মূল্যের ওপর কালি দিয়ে লেপন করায় ৫ হাজার টাকা এবং চালের মূল্য বেশি নেয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিসমিল্লাহ ফার্মেসির আরিফুজ্জামান আরিফ জানান- ওষুধের গায়ে নির্ধারিত মূল্য কালি দিয়ে অস্পষ্ট করে দেয়ার অপরাধে আমাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অপরদিকে জনতা মেডিকেলের অনুজ জানান- ডাক্তারের স্যাম্পল হিসেবে ড্রিপ্রেক্স, নবীসিট, পাইরিডক্সসহ একাধিক ওষুধ থাকায় আমাকে ৮ হাজার টাকা জরিমানা করে। সিরাজ স্টোরের চাল ব্যবসায়ী জানান- চালের মূল্য বেশি নেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ওষুধ ব্যবসায়ীরা হট্টগোলের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায় বলে জানা গেছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম জানান, দুইটি ওষুধের দোকান এবং একটি চালের দোকানে জরিমানা করা হয়েছে।
এছাড়া ফলের দোকান, মুদি দোকান এবং ওষুধের দোকানগুলিতে তদারকি অভিযান চালানো হয়েছে।
সাধারণ ভোক্তাদের দাবি- তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে, ওজনে বিক্রি করছে। যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরের এগিয়ে আসা উচিত।