ঝিকরগাছা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, আগামীর পথচলা হবে কঠিন ও চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিশাল কর্মীসভায় নেতারা এসব কথা বলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল দীর্ঘদিন ধরে জনগণকে বিভ্রান্ত করে আসছে। তারা কখনো স্বৈরাচার এরশাদের সঙ্গে, আবার কখনো শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সাথেও হাত মিলিয়েছে। খালেদা জিয়ার সরকারে থেকেও তারা মন্ত্রিত্ব নিয়েছিল। তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।

নেতারা আরও বলেন, বর্তমানে যুবলীগ-ছাত্রলীগ জামায়াত-শিবিরে পরিণত হয়েছে। এজন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভেতরে বিভাজন-বিভক্তি না রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

একই সাথে শৃঙ্খলার ওপর জোর দিয়ে সতর্ক করেন, চাঁদাবাজি, মাস্তানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়াবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া স্বেচ্ছাসেবক দলে সন্ত্রাসীর কোনো স্থান নেই। প্রমাণ পাওয়া গেলে তার সদস্যপদ বাতিল করা হবে।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান। তিনি বলেন, তারেক রহমান ও অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি স্বেচ্ছাসেবককে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।

এছাড়া বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শামিম আক্তার, যুগ্ম-আহ্বায়ক আসলাম শেখ, যুগ্ম-আহ্বায়ক (সহ-দফতর) মিলন মাহমুদ বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ ফারহা বাবু, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানসহ কর্মীসভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ কর্মীসভা বাস্তবায়ন ও উপ-কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version