বেনাপোল সংবাদদাতা
চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, চকলেট, জিরা, কিসমিস, কম্বল, তৈরি পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রি আটক করেছে। আটক বিভিন্ন পণ্যের মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আটক ভারতীয় বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে আজ বিকালে সাংবাদিকদের জানানো হয়। বিজিবি জানায়, ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিকস বেনাপোল হতে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের উদ্দেশ্য বেনাপোলে এনে জড়ো করা হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে গতকাল রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্স অভিযানে সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা এবং কে এম রবিউল, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার শার্শা থানাধীন বিজিবি’র আমাড়াখালী চেকপোস্টের সামনে এসএ পরিবহনের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-০১৭০) তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ী, ৪৫৩টি থ্রিপিস, ২৪৯টি তৈরি পোশাক সামগ্রী, ০৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রির বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।
শিরোনাম:
- বেনাপোল স্থলবন্দর : ছয়মাসে পণ্য আমদানি কমেছে ৮৪২৩ মেট্রিক টন
- চারুপীঠ আর্ট গ্যালারিতে ৪৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী
- অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
- যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীর মিলনমেলা
- ‘মধুমেলায়’ জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে জরিমানা
- যশোর ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস ও সদস্য সচিব নির্মল কুমার বিট
- যশোরে সৌখিন খামারি উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত