নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
ঝিকরগাছা উপজেলার পৌর সদরের বিভিন্ন স্থানে নয়জন ছাত্র তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বোতলজাত শরবত বিতরণ করেন। ৯ জন ছাত্র-ছাত্রী টিফিনের টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে যশোরের ঝিকরগাছা পৌর সদরের বিভিন্ন স্থানে ঝিকরগাছা বি এম হাই স্কুলের নবম শ্রেণীর ৯ জন ছাত্র দেড় শতাধিক বোতল ভর্তি শরবত বিতরণ করেন। নবম শ্রেণির ছাত্ররা হলেন, সাআদ বিন আসাদ ইমন, হাসিন আবরার ইতোবা, সাহিম হোসাইন, জাবিদ হাসান সৌরভ, আতিক সোয়াইব,সাদিয়া সাদিকা শাম্মী, আনিকা আফরিন প্রতিভা, তাসনিম তাবাসসুম লামিয়া, লামিয়া হাসান মিথি। এরা সকলেই জানান আমরা আমাদের টিফিনের টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছি।
পথচারী ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ছাত্ররা এই মহান কাজের সাথে জড়িত হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। বিত্তবান মানুষরা এ সকল কাজে এগিয়ে আসলে আরো বেশি ভালো হয়।