বাংলার ভোর প্রতেবেদক
যশোর সরদ উপজেলার নতুনহাট বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। যশোর-বেনাপোল রেলপথের ৬৪/২-৪ কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নারী নিহত হন।
নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ও বোবা ছিলেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রেলওয়ে পুলিশের সদস্য আল আমিন জানান, নিহতের পরিচয় শনাক্তের লক্ষ্যে পিবিআই ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
