বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলওয়ে স্টেশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যূত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যূত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকী বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিনা হাসান বলেন, লাইনচ্যুত বগিটি বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে যাত্রা করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ব্যাপারে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।