বাংলার ভোর প্রতিবেদক

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এণ্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান প্রদানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এ কর্মসূচিতে যশোরের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘এইচএসসি পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিডিএসএনইউ যশোরের সভাপতি বিপ্লব আলী, সাধারণ সম্পাদক রবিন মোল্ল্যা, নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী সবুজ চন্দ্র রায়, অনিছুর রহমান সজল, দীপ্র দেব, রমজান আলী, সাদিয়া আফরিন, শান্তা ইসলাম, তাসকিয়া জাহান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসের পর দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ গ্রহণ করার পরেও ডিপ্লোমা নার্সরা স্নাতক ডিগ্রিধারীর সমতুল্য মর্যাদা পাচ্ছেন না। এটিকে তারা পেশাগত বৈষম্য ও অবিচার হিসেবে উল্লেখ করেন। অবিলম্বে এই কোর্সগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ২৬ এপ্রিল এর মধ্যে তাদের এই যৌক্তিক দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, আগামী ২৭ এপ্রিল থেকে সকল প্রকার ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্ন ডিউটিসহ কলেজের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version