নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা যশোরের সন্তান অধ্যক্ষ ড. আলমগীর কবীর মিলন। মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটিতে তার নামটি স্থান পেয়েছে। আলমগীর কবির মিলন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা।
কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।
আলমগীর কবির মিলন জানান, কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।