তালা সংবাদদাতা
প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-প্রকল্পের অধীন তালায় আত্মনির্ভরশীল দলের সাথে ই-কমার্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগিতায় বুধবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
দলিত কর্মসূচি প্রধান (রাইট্স এন্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স) বিকাশ কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রেজাউল করিম।
দলিতের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, দলিতের কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস ও হাব অপারেটর দেবব্রত দাস প্রমুখ বক্তব্য দেন।
সভায় দলিতের উপকারভোগী ৩৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় ই-কমার্সের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূরিকরণসহ ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক, নেতিবাচক দিকসমূহ তুলে ধরা হয়।