তালা সংবাদদাতা
আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে তালার ইসলামকাটি ইউনিয়নে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথসভা জনসভায় পরিণত হয়েছে।
গতকাল ইসলামকটি ইউনিয়নের ঘোনা বাজার চত্বরে নির্বাচনী পথসভায় নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
উপজেলা নাগরিক ঐক্য পরিষদের নেতা বি এম বাবলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা এ্যাড. শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, আব্দুর রউফ, রফিকুল ইসলাম খাঁ, এ্যাড. কবির আহমেদ, ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব ইকবল হোসেন প্রমুখ।