বাংলার ভোর প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ সময় তিনি বলেন, আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে।

নিজের উপর অর্পিত দায়িত্বব সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেই ভুল দেখতে হবে। ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সালাহ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কারেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Share.
Exit mobile version