বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলির শেখহাটি শফিয়ার রহমান স্কুলের পিছনে এ ঘটনা ঘটে। আহত ইসমাইল হোসেন শহরের বারান্দি নাথপাড়া বউবাজার এলাকার বাসিন্দা।

যশোর হাসপাতালে ভর্তি ইসমাইল হোসেন জানান, সোমবার বিকেলে শেখহাটি আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফেরার পথে শেখহাটি শফিয়ার রহমান স্কুলের পিছন পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন আহত ইসমাইলের বুকের ডান পাজরে এবং বাম হাতের কুইনে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version