বাংলার ভোর ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার এই মুহূর্তে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ড তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের দোয়ার মাধ্যমে যেন মহান আল্লাহ খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন—এ কামনাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং প্রায় চার মাস অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version