বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে যশোরের অবদান অনস্বীকার্য। এই যশোরের কৃতি খেলোয়াড়রা একসময় জাতীয় ফুটবলে ব্যাপক অবদান রেখেছেন। সেই ঐতিহ্যকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা ধ্বংস করেছিল।
শুক্রবার দুপুরে প্রেসক্লাবে যশোরে মিলনায়তনে কৃতি সাবেক ও বর্তমান ফুটবলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তাবিথ আওয়াল বলেন, সময় এসেছে দেশের ক্রীড়াঙ্গনকে তার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। যশোর স্টেডিয়ামকে শুধু আন্তর্জাতিক মানের করলেই হবে না, এখানে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরীতে কাজ করতে হবে। যে সব খেলোয়াড় বিশ্ব আসরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
বাফুফে সভাপতি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে গত ১৭ বছরে যে সব অনিয়ম দুনীতি সংঘটিত হয়েছে তা নির্মুলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দেশী বিদেশী দোসররা এখনো মাঠে সক্রিয়। সম্মিলিতভাবে এদের প্রতিরোধ করতে না পারলে হাজার হাজার শহীদের রক্ত বৃথা যাবে।
যশোরের কৃতিমান সাবেক ফুটবলারদের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে স্মারক উপহার তুলে দেন নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধরণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক ফুটবলার বাঘা সেলিম, হাফিজুর রহমান খান, টিটো, আব্দুস শহীদ লাল বাবু প্রমুখ ।