নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাড়িওয়ালাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বুধবার মধ্যরাতে নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা এলাকার মফিজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়ািিগত থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে নলামারা এলাকায় ডাকাতের একটি দল সংঘবদ্ধ হয়ে মফিজ চৌধুরীর বাড়ির গেটের গিরিলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে বাড়িওয়ালা মফিজ চৌধুরী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেধে নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রাতে খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বাড়িতে বড় কোন ধরনের ডাকাতির ঘটনা ঘটেনি। আর এ বিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version