নড়াইল সংবাদদাতা
নড়াইলে যৌথ বাহিনী চালিয়ে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির সহযোগী, ১৩টি মামলার এজাহাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সবুজ মোল্যাকে (৪৫) আটক করেছে।
বুধবার ভোর রাতে উপজেলার চাঁচুড়ি বাজার সংলগ্ন পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মোল্যা এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী। এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল বুধবার রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সবুজ মোল্যাকে আটক করে। এ সময় যৌথবাহিনী তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, গ্রেপ্তার সবুজ বিভিন্ন সময়ে অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সবুজ মোল্যা আওয়ামী লীগের এমপি মুক্তির ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
গত বছর ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে সবুজ মোল্যা রাতারাতি ভোল পাল্টে কৌশলে বিএনপি নেতা বনে যান। বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ওসি মো. শাহ দারা খান জানান, গ্রেপ্তার সবুজ মোল্যাসহ উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।