নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া (নড়াইল) প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বুধবার (৮ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, গত দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মশিউল হক মিটু। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
এ দিকে তাঁর মৃত্যুতে নড়াইল, কালিয়া ও লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মশিউল হক মিটু দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।