লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন
মধুমতী নদীর ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ ভেসে যেতে দেখে। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দিলে খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম মো. বিল্লাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি করে বলেন লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে সোমবার (১৫ জুলাই) সকালে ওই একই এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

Share.
Exit mobile version