বাংলার ভোর প্রতিবেদক
যশোর আশ্রম রোডের নবীন প্রবীণ একাদশ ক্লাবের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক খবরের কাগজের যশোর জেলা প্রধান এইচআর তুহিন। উপস্থিত ছিলেন ওমর আল মামুন, মোখলেসুর রহমান, টিএসআই কবিরুল ইসলাম কবির, কাজী কামরুজ্জামান, যশোর জেলা সুইমিং ফেডারেশনের কোচ নাসির উদ্দিন, ওমর আল আকাশ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথিক চিকিৎসক আরপি রায়। পরিচালনা করেন পলাশ হোসেন।