বাংলার ভোর প্রতিবেদক
শোভাযাত্রা, আলোচনা ও শিক্ষক সংবর্ধনার মধ্যে দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস, বাকবিশিস যশোর জেলা শাখা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, শিক্ষা ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কালেক্টরেট চত্বর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান
শিক্ষক বিএম জহুরুল পারভেজ, পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ। জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় এ সময় বিভিন্ন কলেজ, মাদরাসা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা ফাউন্ডেশন : শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৮ জন গুণী ব্যক্তিকে শিক্ষা ফাউন্ডেশন পদক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ ও নব কিশলয় স্কুলের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা। জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ৮ জন গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ড. সাধন কুমার বিশ^াস, যশোর পালবাড়ীর মুন্সী মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা শরিফুজ্জামান, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর সরোয়ার উদ্দিন, মাগুরা সদরের তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, নারায়ণগঞ্জের হাজী হাজী রফিকউদ্দিন ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, নোয়াখালী সূবর্ণচরের পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের সহÑশিক্ষক আবুল কালাম আজাদ, যশোর বিমানবন্দর হাইস্কুলের সহকারী শিক্ষক ইরফান খান, মাগুরার সমাজ সেবক এস এম সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বের সকল শিক্ষককে বিনম্র শ্রদ্ধা
জানাচ্ছি। শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। আমরা শিক্ষকরা যেমন নিজের সন্তানকে গড়ি, তেমনি ভাবে সকল ছাত্রকে গড়ে তুলতে হবে। ভোগের চেয়ে ত্যাগের আনন্দ বেশি। আমরা যদি গরীব মেধাবি ছাত্রদের সহযোগিতা করি তাহলে সুন্দর সমাজ নির্মাণ করা সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের যেন কোচিং, প্রাইভেটের উপর নির্ভর না হতে হয় তার জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ ও দেশপ্রেমিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
বাকবিশিস : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলা শাখা ইসলামিয়া বালিকা বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান। কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন: বাংলাদশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদর্শ শিক্ষক ফেডারেশন যশোরের সভাপতি অধ্যক্ষ আবু হাশেম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, ইব্রাহিম হোসেন, আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।