নাভারণ সংবাদদাতা
যশোরের শার্শার নাভারণ ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, কলেজের প্রাক্তন শিক্ষক দাউদ হোসেন, আব্দুল খালেক, জয়দেব কুমার রায়, নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাভারণ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রফেসর তৌহিদুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, সালাউদ্দিন মান্না, সবুজ হোসেন, সাজেদুর রহমান সাজু।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, আমরা নাভারন কলেজ কে একটি দুর্নীতি মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। বিগত সরকারের ১৭ বছরের শাসন আমলে এই কলেজটি একটি রাজনৈতিক আখড়া হিসেবে পরিচিত ছিল। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সচেতন হতে হবে। ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাদের হাত থেকে মোবাইল অপসারণ করতে হবে। আপনাদেরকে সঠিক সময়ে কলেজে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন তোমাদের বাবা-মা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবার জন্য শিক্ষাঙ্গনে পাঠায়। সেখানে লেখাপড়া না করে অন্য কিছু করার কোন অবকাশ নেই।